Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাস্কর চক্রবর্তী

পৃথিবীর পরম পবিত্র সুন্দরতম

বিশুদ্ধ বিষাদের ঘোরের মধ্যে জেগে রয়েছ

ঢেউয়ের অনন্ত মূর্তি। 

 

সিগারেটের কুণ্ডলীপাঁকানো ধোঁয়া,হ্যাঙারে শার্টের হাতা দোলে

বালিশে বিছানায় বইয়ের রেকে আগুন রঙের ফুল

উল্কা পাতে জীবন ছলকে ওঠে। 

 

হাড় পোড়া ছাই উড়তে উড়তে উড়তে উড়তে ডানা পোড়া পাখির মতো

অনন্তের এক অতল খাদের ভিতর। 

 

আলো অন্ধকারে ইজি চেয়ারের ছায়া দোলে

দূরে কোথাও নৈঃশব্দ্যের স্তব্ধতা ভেঙে ঝন ঝন ঝন ঝন

 যেন বার্লিনের দেয়াল ভাঙার শব্দ। 

 

ভাঙা কাঁচের টুকরো থেকে যিশুকে বিদ্ধ করার পেরেক তৈরী হয়

তোমাকে ঘেঁথে নেওয়ার আগে ক্রমেই ঘনীভূত হয় ছায়া। 

 

পৃথিবীর পরম পবিত্র বিষাদের ঘোরের ভিতর জেগে থাকে,জেগে থাকো ঢেউয়ের অনন্ত মূর্তি

ল্যাম্পপোষ্ট অতিক্রম করে কবিতার হরফের রেললাইন

আমাদের ক্লান্তিহীন পথে, কালের যাত্রী। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ