শীত

চারিদিকে ধোয়াটে ভাব
নামল গাঁয়ে শীত
ছেলে বুড়ো পোহায় আগুন
মুখে শীতের গীত।
চিতই পিঠা বানায় বধূ
খেতে লাগে ভালো
সকাল শেষে দুপুর হলো
নেই যে কোন আলো।
সাদা আঁচল মুড়িয়ে গাছ
যেন আছে কোমায়
ফোটায় ফোটায় অশ্রুঝরে
সবুজ পাতার কোনায়।
আহমাদ কাউসার প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১১:১৯ এএম
চারিদিকে ধোয়াটে ভাব
নামল গাঁয়ে শীত
ছেলে বুড়ো পোহায় আগুন
মুখে শীতের গীত।
চিতই পিঠা বানায় বধূ
খেতে লাগে ভালো
সকাল শেষে দুপুর হলো
নেই যে কোন আলো।
সাদা আঁচল মুড়িয়ে গাছ
যেন আছে কোমায়
ফোটায় ফোটায় অশ্রুঝরে
সবুজ পাতার কোনায়।