চিত্রবাহক
তোমার জন্য আমি আর কি লিখি
নিজেই তো নিজেকে
তুলে রেখে গিয়েছো ছবিতে, দানিশ সিদ্দিকি
একটা ক্যামেরার ক্লিকের মতো শ্বাস
ধুলি আর আলোককণায় জাগিয়ে তোলা বিশ্বাস
শান্ত জীবনের ড্রইংরুমে অশান্ত পরিস্থিতি
তোমার চোখে দেখা পৃথিবী
আমার বুকে লেখা পৃথিবী
জীবন আর মৃত্যু, যাপনের বৈপরীত্য আঁকিবুকি
চিতার মতো জ্বলছে
চিতার মতো পুড়ছি
অনর্গল মেশিনগান চলছে, যুদ্ধের ময়দানে ছিটকে গিয়ে
হঠাৎ চারদিকে ফাঁকি
এক ক্যামেরা ফ্ল্যাশের মতো জীবন, দানিশ সিদ্দিকি