Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রূপসী বাংলা আমার

তোমার মাঝে খুঁজি আমি সুখের ঠিকানা
পাখিদের সুরে জেগে উঠি রোজকার ভোরে
তারপর আমিও এক পাখি হয়ে উড়ি সারাদিন
দেখি তোমার বদন, খুঁজি প্রশান্তির প্রিয় স্থান,
তুমি আমাকে দেখাও রূপের ঝলক অবিরাম।

 

আমি উদাস হই গ্রীষ্মের সুমিষ্ট ফলের মৌ মৌ গন্ধে
আমি বিমোহিত হই বর্ষার কদম-কেয়ার সৌন্দর্যে
আমার প্রাণে শিহরণ জাগায় শরতের সাদা কাশফুল
আমি মেতে উঠি হেমন্তের নতুন ধান আর নবান্নের উৎসবে
আমি মুগ্ধ হই শীতের হলুদ সরষে আর গাঁদাফুলের রূপে
আমি উন্মাদ হই বসন্তে কোকিলের গানে
আর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার লালে।

 

তোমার কক্সবাজার সমুদ্র সৈকত
আমার সৌন্দর্যপিপাসু হৃদয়ের প্রেমিকা
কত সুন্দর সুন্দরবনের রয়েল-বেঙ্গল-টাইগার, চিত্রা হরিণ
ভাওয়াল-মধুপুর গড় অথবা গারো পাহাড়ের
অপার সৌন্দর্য দারুণ উপভোগ্য
পদ্মা-মেঘনা-যমুনার জল বিধৌত
তোমার মাটিতে ফলে সোনার ফসল
আমি তোমাকেই ভালোবাসি রূপসী বাংলা আমার
আবারো যদি নবজন্ম হয় তবে তোমার কোলেই জন্ম নেবো। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ