করোনা মুক্তি
আবার এলো সেই বিভীষিকা,
সর্বত্রই আলোচনা,
পৃথিবীব্যাপী এক মরণ ব্যাধি,
নাম তার করোনা।
অতি ক্ষুদ্র একটা ভাইরাস,
বাধিয়ে দিয়েছে যুদ্ধ,
যার কারণে আমরা সবাই,
আজ অবরুদ্ধ।
লক্ষাধিক মানুষ যাচ্ছে মারা,
এই মহা যুদ্ধে,
মানবজাতি অসহায় এই ,
প্রাণঘাতীর বিরুদ্ধে।
হে বিধাতা দাও শক্তি,
করজোড়ে করি ভক্তি,
তোমার অশেষ কৃপায়,
বিশ্ব পাক করোনা মুক্তি।