এই সেই গ্রাম শামীম শাহাবুদ্দীন প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০২:১৮ পিএম ধানের ক্ষেতে ফড়িং নাচে গাছে গাছে পাখি, প্রজাপতির হলদে পাখায় রঙের মাখামাখি। দিঘির জলে খেলা করে হাঁসছানাদের দল, দুষ্টু কিশোর সাতার কাটে যেমনে অবিকল। নীল আকাশে ঘুড়ি ওড়ে নাটাই খোকার হাতে, পাল্লা দিয়ে মেঘ উড়ে যায় ঘুড়ির সাথে সাথে। Share