মুজিব তুমি সেরা
মুজিব তুমি সেরা
বীর বাঙালির জাতির জনক
হাজার স্মৃতিঘেরা।
তোমার পথে চেয়ে
সবার চোখে করুণ শোকে
অশ্রু পড়ে বেয়ে।
মুজিব তুমি আলো
এ দেশ থেকে দূর করেছো
দুঃশাসনের কালো।
তোমার মতো নেতা
হারিয়ে মানুষ পাচ্ছে মনে
পাহাড় সমান ব্যথা।
মুজিব তুমি এসো
সোনার দেশে ভালোবেসে
অনন্তকাল হেসো।
তুমি মানেই দেশ
স্বাধীনতার ঘোষক তোমায়
শ্রদ্ধা অনিঃশেষ।