মানবতা
কোনটার প্রয়োজন নেই
এই যে প্রতিটি মতের শেষে খুলে খুলে যায় মত
তুমি কি বন্ধ করে দিতে চাও, সমস্ত গতিপথ ?
একদল চিৎকার করতে করতে চিরকাল রাস্তা কুঁড়ে কুঁড়ে চলে
ভাঙা পাঁজর, ভেঙে ভেঙে পড়ে
অন্যদল পাতালে নেমে এসে মাপে গভীরতা
ইতিহাসকে স্মরণ না-করলে
গাজোয়ারি সস্তা জনপ্রিয়তা
তুমিও হয়ে পড়তে পারো অসৎ
মানুষের কথাই যদি ভাবো
মানুষকে একঘরে করে দিয়ে, টিকবে কি মানবতা!