নতুনধারা
পুরানধারা নতুনধারা
ছিল সবি কালে
কবিতা কি শুনে কথা
চলে আপন তালে।
ইচ্ছা মতো শব্দ দিমু
প্রমিত নয় মুখ্য
আবোল তাবোল কথা হুনলে
মনে লাগে দুঃখ।
নতুনধারার এই কনসেপ্টটা
নয়তো নতুন খবর
বিশ্বাস যদি না হয় রে ভাই
পইড়া দেহুন কবর।
মায়ের ভাষার কথা লিখুম
যেমনে খুশি ইচ্ছা
এইসব নিয়া আব্বাজানরা
হুনায়েন না কিচ্ছা।