তুমি
যখন ব্যস্ততায় পথেঘাটে বুদবুদ ঘাম জমে,
তখন স্মৃতির নাগপাশ কাটিয়ে কারো মুখ ভাসে,
মফস্বল নগরীর সাথে নগরীর যুদ্ধে হতাশ
আকাশে শীতের ঘ্রাণে মাথা ধরে –
আর একটা মুখ ভেসে উঠে।
আর তখনো ক্লান্তি আসে,
মাথার উপর চাঁদ, দেয়ালের চাদরে ঢেকে দিয়েছে ঘুম,
ক্লান্তি আর অবসাদে চোখদুটো ঠেলে আসে,
শরীরের ভেতরের তীব্র আন্দোলনের বেগ,
আর তখনই ভেসে ওঠে একখানা স্নিগ্ধ মুখ!
আমি আছি বহুদূর,
পাড়ি দিবো যন্ত্রের কোলে বসে,
গুণে গুণে ছিঁড়েখুঁড়ে বের হওয়া দিন,
আর সবশেষে ভেসে উঠবে একখানা ঢেউখেলানো চোখের মুখ।