পরম আরাধ্যা
গোলাপ ওগো সাদা গোলাপ
আমি তোমার ভক্ত
লালচে আভা টোল পরা গাল
বুকের কাছে তিল
বিষাদ তোমার ছুরির মতো
পাহাড়ি টীলা ঘর
কোন তীরটা কোনদিকে
হরিণও কী ঠিক জানে
পেঁয়াজের রস পেঁয়াজিগুলো
আদিমেরা শোষে বেশ।
কালক্ষেপে শরণার্থীরা সাঁতরে নদী পেরোয়
বাঁচার নিদান দেবেন যিনি সেই মহা ঈশ্বর
যুগে যুগে খোলস পাল্টে পুরুষালি মোষ
গব্বর যেমন নাচায় তেমন বেহুলা সুন্দরী
হায়রে আমার ভুবনডাঙ্গা ভানুমতীর খেল
অমিল ভরা চারদিকেতে তবুও খুঁটি পোক্ত
দিনের শেষে তোমার জন্য থাকুক মতিঝিল
শুক্রাণুতে শ্লোক আসে ডিম্বাণুতে গ্রীক
ন্যাড়াপোড়া বুড়ির ঘর শয়তানকে ছোড়া ঢিল।
জপের মালা তত্ত্ব কথা, মতাদর্শে পয়গম্বর
ফাটা ঘুড়ি ল্যাদ কাটা ভেজা ন্যাকড়ার মতো
ভাঙা বোতল ঘাড় গুঁজে, তোমার আমার ক্লেশ
গোলাপ ওগো সাদা গোলাপ চলনে স্বচ্ছল
তোমার আমার পীড়াগমন, অভিমুখ হোউক এক।
অনন্যা/জেএজে