বিকেলের ক্লান্ত সময়ে
কিছু ব্যর্থতা ঢাকা পড়ে থাক
কিছু স্বপ্ন উঁকি দিয়ে যাক নতুন এক পৃথিবীর বুকে
দিনান্তিকে বিকেলের ক্লান্ত সময়ে
গোধূলির লাল-আভা নীরবে জানিয়ে দেয়
অন্ধকার বরণ করার কোনোই ইচ্ছে নেই তার।
সবুজ পাতার বুকে হলুদ বেদনা আসে
ঝরাপাতারাও শুকিয়ে জ্বালানি হয় গৃহিণীর মাটির উনুনে
বিষণ্ণতার প্রহরগুলো এমনি করেই ঝরে থাক
জীবন-বৃক্ষের ডালপালা থেকে
আশার কচি পাতা আবার গজিয়ে উঠুক শীতের সীমান্তে
বেলা-শেষের পাখিদের ঠোঁটের আঁশটে ঘ্রাণ
মুছে যাক ভোরের কলকাকলিতে।
অনন্যা/এসএএস