শিশির কণা রফিকুল নাজিম প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৩, ০১:১৩ পিএম শীতের রাতে শিশির জমেসবুজ দুর্বাঘাসে,ভোরের আলোয় ঝলমলিয়েহীরার মতো হাসে!বিন্দু বিন্দু শিশির কণায়মহাজীবন আঁকা,ছোট্ট বুকে বিশালতারএক পৃথিবী ঢাকা।সূর্যের তাপে ঝরে পড়েমাটিতে যায় মিশে,মানুষ- তুমি শিশির কণাঅহং তোমার কিসে? Share