Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কস্তুরী জীবন

জলধির ক্ষুরধারা বুক ছুঁয়ে
ভেসে আসা একগুচ্ছ কস্তুরিপানা
মাথা উঁচু করে
ছুটে যায় স্বাদুপানির ক্ষীণস্রোতা জলের সীমানায়-

 

যেখানে ধাপে ধাপে গড়ে তুলে
এক খণ্ড সবুজ আবাসস্থল-
বেগুনি ফুলের কোমল পরশে সাজাতে চায় নতুন পৃথিবী।

 

জীবনের আহবানে
এতটুকু প্রশান্তির নিঃশ্বাস
আর বেঁচে থাকার এক চিলতে প্রত্যাশায়

 

হাজারও রাত জাগা প্রাণ-
কস্তুরিপানার মতো ছুটে যায়
ব্যস্ত নগরের চিকন গলিতে।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ