Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বলেছিল মানুষ-মানবতা

অযথা সময় ক্ষেপণ
কৌশলে আলোচনার অজুহাতে
ভূলুণ্ঠিত হায় মানবতা।

 

রক্তঝড়ানো সংগ্রামের শুরুতেই
এক বিভীষিকাময় কালো রাত
ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা।

 

ধূর্ততার গভীর  এক ষড়যন্ত্র
জঘন্যতম কূটকৌশলে নীলনকশা
হায়েনার  হিংস্র কালো থাবা।

 

আগুনে বুলেটের জখমে
রক্তাক্ত প্রিয় শ্যামল বাংলা
জ্বলেছিল সে রাতে মানুষ-মানবতা।

 

নিদারুণ দগ্ধ বিবেক
সত্য ও সুন্দরকে শকুনের খামচে ধরা
কালো রাতে মৃত্যুর খেলা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ