Skip to content

করোনার ঢেউ

করোনার ঢেউ

বাড়ছে রোগী মরছে মানুষ 
অনেক বেশি সনাক্ত 
করোনার হাওয়া দিনে দিনে 
হচ্ছে আরও বিষাক্ত। 

 

স্বজনগুলো যাচ্ছে চলে 
ছেড়ে মায়ার হাত
উৎকণ্ঠা আর হতাশাতে 
কাটছে দিন-রাত। 

 

এই করোনায় মরবে মানুষ 
আরও যে কত!
কোন মহামারীতে মরেনি এতো 
এই করোনায় যত।

 

বিচিত্র এই করেনার রূপ
ঢেউয়ের পরে ঢেউ 
সংক্রমণে বাদ যাচ্ছে না
যুবক বৃদ্ধ কেউ।