করোনার ঢেউ
বাড়ছে রোগী মরছে মানুষ
অনেক বেশি সনাক্ত
করোনার হাওয়া দিনে দিনে
হচ্ছে আরও বিষাক্ত।
স্বজনগুলো যাচ্ছে চলে
ছেড়ে মায়ার হাত
উৎকণ্ঠা আর হতাশাতে
কাটছে দিন-রাত।
এই করোনায় মরবে মানুষ
আরও যে কত!
কোন মহামারীতে মরেনি এতো
এই করোনায় যত।
বিচিত্র এই করেনার রূপ
ঢেউয়ের পরে ঢেউ
সংক্রমণে বাদ যাচ্ছে না
যুবক বৃদ্ধ কেউ।