Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ 

জনগণের বন্ধু পুলিশ
প্রমাণ পেলো বিশ্ব,
কেউ পাশে নেই পুলিশ বিনে
অবাক শ্রেষ্ঠ দৃশ্য। 

 

মা'য়ে ছুঁইলে পুত্র মরে
হলো কোভিড রীতি,
মানবসেবায় ধর্ম পূরণ
পুলিশ গাইলো গীতি।

 

মৃত্যুভয়ে সবাই দূরে
আপন ভুলেছে মুখ,
জীবনবাজি'র মরণ- খেলায়
পুলিশ পেতেছে বুক।

 

দিনেরাতে দেয় পাহারা
ফেলে আপন সব'ই,
ঈদ- পুজোতে নীল- বেদনায়
কাঁদে মনের রবি।

 

নিদান কালে যায়নি ছেড়ে
শেষকৃত্যে রয় পাশে,
বীর- সেনানীর জয় স্মারকে
পুলিশ যেন হাসে।

 

ধানে থাকা চিটা যেমন
ব্যতিক্রম নয় পুলিশ,
ধর্মের চেয়ে কর্ম বড়
মানব প্রেমে খুঁজিস্।

 

মরতে হবে কেউ রবো না
এটাই চিরসত্য,
জাত মেরো'না অজাত কর্মে
হয়ে লোভে মত্ত।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ