Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাহসিকতার জন্য সম্মাননা পেলেন রোজিনা ইসলাম

এইতো কিছুদিন আগের কথা। করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে, নির্যাতন ও মামলার শিকার হন তিনি। আর এবার তার সেই  সাহসিকতার জন্য সম্মাননা পেলেন তিনি। আমস্টারডাম-ভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেডে এ বছরের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন তিনি।

 

তিনি পুরস্কারটি পেয়েছেন সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট শ্রেণিতে। নেদারল্যান্ডসের হেগ শহরের সিটি হলে মঙ্গলবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের খ্যাতিমান সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনা ইসলামের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর স্বামী মোঃ. মনিরুল ইসলাম।

 

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার উৎকর্ষের জন্য বিশ্বের ৪০টির বেশি দেশে কাজ করে ফ্রি প্রেস আনলিমিটেড। বিশ্বব্যাপী ৯০টির বেশি সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের। 

ফ্রি প্রেস আনলিমিটেড দুটি শ্রেণিতে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড দিয়ে থাকে—সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট এবং বছরের সেরা নবাগত সাংবাদিক বা ‘নিউ কামার অব দ্য ইয়ার’। সাংবাদিক রোজিনা পুরস্কারটি পান সবচেয়ে অদম্য সাংবাদিক শ্রেণিতে। 

উল্লেখ্য,  চলতি বছর ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাকে  প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে  তাকে  ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখানো হয়। এরপর দেশব্যাপী পালিত হওয়া কর্মসূচী ও আন্দোলনের মুখে তাকে জামিন দেয়া হলেও তার বিরুদ্ধে  মামলা এখনো তুলে নেয়া হয়নি।
 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ