ঠাকুমার ছবি
ওপারে সাজানো আমার ঠাকুমার চিতা
এপারে দাঁড়িয়ে মুখে আগুন দিচ্ছে বাবা
ঠাকুমার গলায় লোককথা, মনসামঙ্গল পাঠ
শাদা কাপড় আঁচলে ঝোলানো বসত ভিটের চাবি
সেই পরিচিত রূপ আর নেই, শায়িত নিথর দেহ
এপারে দাঁড়িয়ে বাবার চোখে জল, শান্ত নিশ্চল
জননী এবং জন্মভূমি বুকে সিঁদ কাটছে তার
দুই বাংলা এক আকাশে রামধনু রং
কাঁটাতারের শেকল ভাঙা
যেন ঠাকুমার গলার রুদ্রাক্ষের ঐ হার