Skip to content

২৩শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তোমার শহরে বৃষ্টি নামুক

তোমার শহরে বৃষ্টি নামুক মুষলধারে
অভিমান সব ধুয়ে যাক রাত আঁধারে
সকাল টা তে সূর্য উঠুক শান্তি মেলে
দুঃখরা সব মুছে যাক আলো পেলে।

ভুলগুলো শুধরে যাক বৃষ্টি ফোঁটায়
বাগানের ফুলেরা সব পায়ে লোটায়
অনুভূতিরা জেগে উঠে কাটুক হতাশ
তারা মেলায় ভরে উঠুক ওই আকাশ।

দুঃখ মাঝে আসুক ফিরে হিমেল বাতাস
মেঘের ভেলা ছুটে গিয়ে কাটুক নিরাশ
সবকিছু আগের মতোই আসুক ফিরে
ভালোবাসা বাসা বাঁধুক শান্তির নীড়ে।

তোমায় দেখে হিংসে হোক সব ফুলের
তোমার থেকে শিখুক যারা নারীকুলের
সমাজ টা তে ছড়িয়ে পড়ুক সুখ ছায়া
সম্পর্কে জড়িয়ে থাকুক ভীষণ মায়া।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ