প্রতারণার পরিণাম

প্রতারকগণ সমাজ মাঝে
সুকৌশলে চলে
প্রতারণা করে তারা
নানা রকম ছলে।
প্রতরণা করে যারা
স্বভাব তাদের মন্দ,
সমাজ মাঝে প্রতিক্ষণে
লাগায় শুধু দ্বন্দ্ব।
নিজের সুখের তরে তারা
করে পরের ক্ষতি
মনের ভেতর থাকে তাদের
শয়তানি সব মতি
ধোঁকা দিয়ে ভবের মাঝে
যতই করো মাস্তি,
প্রতারণা করার তরে
পাবেই কঠিন শাস্তি।
পরের ক্ষতি করে যারা
প্রতারণা করে
দুখে তাদের জীবন কাটবে
সারা জনম ধরে।