অজ্ঞাতনামা
চেনাজানা ভুল সে পথে- হেঁটে গেছে রোদ
আঁধার এসে বুকে চেপে নিচ্ছে প্রতিশোধ,
বুকের তলে আগুন ছুরি- কুচি কুচি কাটে
স্মৃতিগুলো ধূপ জ্বেলে যায়; মরা নদীর ঘাটে।
অবেলায় সব ফুল ঝরে যায় বিরহী সেই গানে,
উজান নদীর ওপার থেকে কে আমাকে টানে?
অসীম আকাশ চাঁদের বুড়ি কতই গল্প বলে
তাহার কথা মনে হলে নয়ন ভাসে জলে।
রাস্তাগুলো একই আছে- দিকটা গেছে বেঁকে
আড়াল থেকে ক্ষণে ক্ষণে যায় কে আমায় ডেকে?