Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সত্যিকারের প্রণয়

জেনে রেখো মোর প্রিয়তমা
এ প্রণয় ক্ষণিকের নয়,
বিলাসিতা বা বাজিও নয়
এ তো দুটি আত্মার জয়।

কামনা-বাসনা-মোহ নয়
দ্বৈত হৃদয়ের মিলন,
নিদ্রাময় অলীকও নয়
সুখময় জীবনের ক্ষণ।

আবেগমাখা বচন নয়
আঙুল ছুঁয়ে হাঁটা নয়,
ভালোবাসা অমর অমলিন
সত্যি প্রেম-চিত্ত-বিনয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ