বাংলা ভাষা
মাগো আমি গর্ব করি
বাংলা ভাষা পেয়ে,
মিষ্টি মধুর বাংলা ভাষা
সকল ভাষার চেয়ে।
রক্তে কেনা বাংলা ভাষা
হয়নি তারই তুল,
সালাম বরকত রফিক জব্বার
বাংলা ভাষার ফুল।
বাংলা ভাষায় কবি লেখক
লিখেন কাব্য ছড়া,
কাব্য ছড়ায় ভাষার কথা
যায় ছেঁয়ে যায় ধরা।
একুশ এলে প্রাণখোলে গাই
বাংলা ভাষার গান,
ভাষার গানে বীর বাঙ্গালীর
নেচে ওঠে প্রাণ।