Skip to content

কানাকানি

কানাকানি

বুকের ভেতর মেঘের নিনাদ 
জল ঝরে না চোখে,
জমাট ব্যথার মেঘ ডেকে যায়
নীল হয়ে যাই দুঃখে।

 

সবাই দেখে ঠোঁটের হাসি
মরছি গোপন শোকে,
'বছর জুড়ে ফাগুন তোমার'
বলছে পাড়ার লোকে!

 

উদোম খরায় পুড়ছি কেমন 
আমিই কেবল জানি,
আমার সুখের গল্প নিয়ে
চলছে কানাকানি।