Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাণের প্রিয় বাংলাভাষা

মায়ের ভাষা বাবার ভাষা
মিষ্টি-মধুর বাংলাভাষা,
ভাইয়ের ভাষা বোনের ভাষা
জগত সেরা বাংলাভাষা।

 

সুখের ভাষা দুঃখের ভাষা
রক্তে কেনা বাংলাভাষা,
খোকার ভাষা খুকির ভাষা
কাব্য-ছড়ার বাংলাভাষা।

 

দেশের ভাষা দশের ভাষা
রাষ্ট্রভাষা বাংলাভাষা,
গানের ভাষা সুরের ভাষা
ছন্দ-তালের বাংলাভাষা।

 

মুখের ভাষা বুকের ভাষা
স্বপ্ন-আশার বাংলাভাষা,
তোমার ভাষা আমার ভাষা
প্রাণের প্রিয় বাংলাভাষা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ