বিজয় মানে মায়ের মুখে হাসি
বিজয় মানে মায়ের মুখে
হাসি মাখা মুখ
স্বাধীন দেশে ওড়াই কেতন
গর্বে ভরে বুক
বিজয় মানে বিলের জলে
শাপলা শালুক ফোটা
বিজয় মানে পুব আকাশে
ভোরে সূর্য ওঠা
বিজয় মানে গাছের ডালে
মিষ্টি পাখির সুর
বিজয় মানে ছোট্ট মেয়ের
পায়ে সোনার নুপুর
বিজয় মানে স্বাধীন ভাবে
মায়ের বুকে থাকা
বিজয় মানে খোকার হাতে
বাংলাদেশের মানচিত্র আঁকা
বিজয় মানে মুক্ত আকাশে
পাখি ওড়ার সাধ
বিজয় মানে মায়ের বুকে
সুখে কাটাই রাত।