Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎলীলা

শরৎ মানে
আলো ঝলমলে দিন,
নদীর তীরে সাদা কাশ ফুলের মায়াবী হাসি।

শরৎ মানে
বনে, বাগানে শেফালি ফুলের মৌ মৌ গন্ধ,
সবুজ শ্যামল ছন্দময় প্রকৃতি।

শরৎ মানে
দখিনা হাওয়ায় কাশ কন্যার উড়ন্ত শাড়ির আঁচল,
কালো কেশে গেঁথে রাখা চোখ ধাঁধানো ভালোবাসার ফুল।

শরৎ মানে
নীল আকাশে সাদা মেঘের ভেলা,
ভেলায় ভেসে নীলপরীদের নৃত্য নৃত্য খেলা।

শরৎ মানে
রাতের আকাশে তারকারাজির মিলনমেলা,
মিটি মিটি করে অবিরাম জ্বলা।

শরৎ মানে
বিলে-ঝিলে ফুটন্ত শাপলার সকালের হাসি,
কোমলমতি শিশুদের শাপলা শালুক কুড়ানোর নয়নাভিরাম দৃশ্য।

শরৎ মানে
পাকা তালের মিষ্টি গন্ধ,
পল্লী বধূর নিপুণ হাতে বানানো তাল পিঠার উৎসব।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ