স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে মুক্ত আকাশে পাখিদের ওড়াউড়ি,
যখন যেখানে যেতে চায় মন সেখানেই ঘুরাঘুরি।
স্বাধীনতা মানে মেঘের পাহাড়ে বৃষ্টির লুটোপুটি,
ছেলেমেয়েদের হইহুল্লোড় মাঠেঘাটে ছুটোছুটি।
স্বাধীনতা মানে সাগরের ঢেউ, নদীর অবাধ চলা,
মায়ের ভাষায় সকলের সাথে প্রাণখুলে কথা বলা।
স্বাধীনতা মানে বাবার স্বপ্ন, আম্মার ভালোবাসা,
ভাই-বোনেদের একে অপরের দুঃখে-সুখে কাঁদা-হাসা।
স্বাধীনতা মানে শিশুর মুখের অমূল্য এক হাসি,
বটের তলায় রাখাল ছেলের মধুর সুরের বাঁশি।
স্বাধীনতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ,
মাথা উঁচু করে বেঁচে থাকা ভুলে ভেদাভেদ-বিদ্বেষ।
স্বাধীনতা মানে রক্তের দামে বিজয় ছিনিয়ে আনা,
লাল-সবুজের পতাকা জড়িয়ে আনন্দে আটখানা।
স্বাধীনতা মানে ধনী ও গরীব মিলেমিশে বাস করা,
কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরে সোনার বাংলা গড়া।