ডাকছে আমায় নতুন বছর
জীবন খাতায় কষছি হিসাব
গেল বারের লাভ-ক্ষতিটার
হিসেব শেষে আঁতকে উঠি
সমান ভারী পাল্লা দুইটার।
বিষাদ মনে ভাবছি একা
সবই বৃথা শূন্য প্রাপ্তি
খসে গেল একটি বছর
পুণ্যের খাতায় বিশাল ঘাটতি।
ক্ষণিক পরে শুনি আমি
ডাকছে আমায় নতুন বছর
ওখানেতে থাকতে পারে
নতুন প্রাপ্তির কিছু খবর।