Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নন্দিনী ফিরে এসো ফের

অভিমান গুলো রয়ে গেছে বুকের বাম পকেটে
প্রতিশ্রুত উজ্জ্বল কথাগুলো বন্দি হয়ে আছে
অভিশপ্ত শতাব্দীর ঝিনুকের খামে।
তেল নুনের দুঃখগুলো যতই উঠুক চড়া দামে
কষ্ট হলেও সবই কিনে দিতাম তোমারই নামে,
নন্দিনী— তুমি ফিরে এসো আবার বাউলমনে।
চাটুকার চিবিয়ে জাবর কাটুক নষ্ট কুটচালে,
পিঁয়াজ মরিচ যতই নগ্ননিত্য করুক খরতাপে
যৌবনসুখ এনে দেবো শ্রমিকের শরীরের ঘামে ।
এখন বড়বড় কথার চাষ হয় চৌরাস্তার মোড়ে
ক্ষুধারা ধুঁকেধুঁকে নিঃশব্দে তাড়া করে ফেরে
দ্রব্যমূল্যের দাম বেড়ে বারবার কড়া যায় নেড়ে।
পোড়া মন,পুড়েছে স্বপ্ন কতশত পাইনি তো টের
শ্রমিক জীবন; চাল ডাল তেল, পাবে নাকো ঢের,
নন্দিনী—তবুও, তুমি ফিরে এসো ফের !!!!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ