ভাদ্র মাসে
ভাদ্র মাসে গরম পড়ে
একি সবার হাল,
আবার দেখি এমন দিনে
পাকে গাছের তাল।
তাল দিয়েই তালের পিঠা
মজার সবার ঘরে,
বাঙালিদের ঐতিহ্য যে
সারা বিশ্ব পরে।
বারো মাসে তেরো পার্বণ
শুরু এখান থেকে,
গজল কীর্তন জারি সারি
বসে বাংলায় জেঁকে।
শরৎ এলেই মেঘের ভেলায়
মনটা ঘুরে বেড়ায়,
কখনো রোদ কখনো বৃষ্টি
আঁখি যুগল জুড়ায়।
অনন্যা/এসএএস