শরতের বিকেল
ভাদ্র আশ্বিন মাস মিলে হয়
ঋতু রাজ শরৎকাল,
সাদা কাশফুলের নরম ছোঁয়া
কেটেছে আমার বাল্যকাল।
শরৎ রজনীতে ফুটে কতো
শাপলা শালুক পদ্মফুল,
কিশোর কিশোরী মেতে উঠে
ভিড় করে নদীরকুল।
জুঁই কেয়া আর শিউলি জবা
ফুটে যে সাদা কাশবন,
শরৎকালে ফুলের সমাহার
দোলনচাঁপা শ্বেতকাঝন।
শরতের বিকেল স্নিগ্ধতা মুগ্ধ
চারদিকে পূবাল হাওয়া,
কামিনী,মল্লিকা,মাধবী,জয়ন্তী
কাশফুলের নরম ছোঁয়া।
এসো প্রেয়সী শরতের বিকেলে
হাত ধরে দু’জন হাঁটি,
আকাশে ঘনকালো মেঘের খেলা
বৃষ্টির অপেক্ষা যেন মাটি।
শরতের আকাশে মেঘের পালক
মেঘ বালিকার ছোটাছুটি,
কাশবনে হবে প্রেম আলাপন
প্রেমিক প্রেমিকার খুনসুটি ।
নদীর জলে ঢেউয়ের খেলা
ডিঙি চড়ে যায় মাঝি,
ভাটিয়ালি সুরে পল্লী রাখালের
বাঁশের বাঁশির সুর খুঁজি।
ঘুমটা পড়া কৃষাণের বধূ
কুড়ায় নদীর জল,
খোঁপা বেঁধে শিউলি জবা
উড়ায় শাড়ির আঁচল।
অনন্যা/এসএএস