স্বপ্ন আমার
স্বপ্ন আমার মনের গহীন
তোমায় নিয়ে বাঁচি,
নদীর তীরে আবেগ মনে
তোমায় নিয়ে হাঁটি।
জলের ধারে হাত নাড়িয়ে
পানি ছিটাই তোমায়,
দৌড়ে এসে মিষ্টি হেসে
চিমটি কাটো আমায়।
বউয়ের সাজে সাজাই তোমায়
রাখবো মনের ঘরে,
জনম জনম দেব আদর
শুধু তোমার তরে।
জীবন যুদ্ধে থাকবো দু'জন
দু'জনারি পাশে,
তখন জীবন সহজ হবে
দু'জনারি কাছে।
সুখে দুঃখে থাকো যদি
আমার মনের মাঝে,
রাখবো আমার মনের ঘরে
নববধূ সাজে।