পথশিশুর শীত
পথের পাশে ঘুমায় রাতুল
কনকনে শীত রাতে
শীত লাগে গায় মশা কামড়ায়
বিচ্ছু পোকার সাথে।
ঘর বাড়ি নেই এই ছেলেটার
বাবা গেছে মরে
পঙ্গু হয়ে মা-মনি তার
রাস্তায় আছে পরে।
বইছে বায়ু হিমেল হাওয়া
ঠক ঠকা ঠক কাঁপে
এমন রাতুল শত হাজার
পথের ধারে থাকে।