পিতা বড় আপন
পিতা স্বর্গ পিতা ধর্ম
ত্রিভুবনে পাই,
পিতা'র মত এমন আপন
আর তো কেহ নাই।
কাকা বলো মামা বলো
পিতার সমান নয়,
স্বার্থের তরে কূজন বেশে
জীবন করে ক্ষয়।
পুত্রের কষ্ট সহ্য হয় না
কাঁদে পিতার মন,
সর্বহারা হতে রাজি
সন্তানের কারণ।
সংসার রণে যে দেহ'টা
পায়নি বিলাস সাঁজ,
বৃদ্ধকালে সেই পিতাকে
দিও নাকো লাজ।
পিতা হলো সাত রাজার ধন
জগৎ সেরা নাম,
চলে গেলে যায় গো বুঝা
কি ধন হারালাম।
সবা'র তরে এই মিনতি
সেবা করো তাঁর,
সুখ-শান্তি তোর অধীন রবে
বিধি খুলবে দ্বার।