উদ্বাস্তু

দেশ নেই বলে কি মাটি নেই কোনো আমার?
মাতৃভাষায় তো খোলস, সেঁটে সেঁটে থাকে
বোতামে আঁটা জামার ।
অবহেলায় অনাদরে গজানো লতাটির মতো
কাঁটাতার ডিঙিয়ে ওপারে ।
যেভাবে বাতাস ছড়ায়, টুকরো মেঘের খণ্ড
বৃষ্টি ছড়ায় দু'পারে ।
প্লাস্টিকের ছাউনি দিয়ে জল, গড়িয়ে পড়ছে মাথায়।
ওপারে ছিলো বসত বাড়ি, এপারে কোনো ঠাঁই নাই।
যাযাবরের মতো ভুখা পেটে, এরপর ঘুরে ঘুরে ।
মাতৃভূমির স্মৃতি নিয়ে, সত্তা নিয়ে, রাস্তায় যাবো মরে ।
পৃথিবীর চোখ দিয়ে,গড়িয়ে পড়বে কি দু'ফোটা জল ?
একটাই তো দেশ হওয়ার কথা ছিলো, যেমন আকাশ
নদীর বাঁকে বাঁকে, পারাপার, সাঁকো ধরে রাখা সংসার
ভাত-রুটি-ফল লোটা-কম্বল ।