Skip to content

২৮শে জুন, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

চরের মানুষ

নদীর মতো ভাঙতে ভাঙতে দেশ,
জেগে ওঠে চরের মানুষ
রাষ্ট্র শুধু গড়তে শেখায়,
দেখায় গতিধারা পথ
সব গতি প্রগতির নয়,
থেমে থাকা মানুষের থাকে না কোনো মত।

চাঙড় খসে খসে পড়ে
বেরিয়ে আসে কঙ্কাল
তাল ঠুকে ঠুকে তাল ঠুকে ঠুকে
বেগতিক হাল,
যেভাবে গড়ে ওঠে নদীমাতৃক সভ্যতা।

মাতৃ হননের পর
পড়ে থাকে, হাড়গোড় পলি
আষ্টেপৃষ্ঠে জড়ানো পোশাক, ক্ষুধা,
বোবা আর অন্ধ মানুষের কবিতা।

আমরা জানিনা শুধু,
কাদের পুড়িয়ে পুড়িয়ে কখন
উড়তে থাকে কাদের ফানুস?

*বিশিষ্ট কবি,লেখক তৃষ্ণা বসাকের দেশ বিভাজনের ওপর সদ্য প্রকাশিত উপন্যাস ‘ চরের মানুষ ‘ এর অনুপ্রেরণায় কবিতাটি লেখা ।