একুশ মানে
একুশ মানে পাক শাসকের
উর্দু চেপে দিয়া,
একুশ মানে বীর বাঙালির
ক্ষোভে কাঁপে হিয়া।
একুশ মানে বাংলা রক্ষায়
তাঁরা শপথ করে,
মায়ের ভাষা রক্ষা করে
ফিরবে তবে ঘরে।
একুশ মানে সালাম বরকত
নামে রাজপথে,
গুলি খেয়ে রক্ত ঝরে
তাঁদের দেহ হতে।
একুশ মানে তাজা রক্তে
টিকে বাংলা ভাষা,
এই ভাষাতে কথা বলে
মেটে মনের আশা।
একুশ মানে শহিদ ভাইদের
একদিন স্মরণ নয়,
একুশ মানে সারা বছর
স্মরণ করতে হয়।