অপ্রতিরোধ্য ওমিক্রন
অসুস্থ মানুষ কত
পৃথিবী সুদ্ধ,
বিশ্বজুড়ে ওমিক্রন
অপ্রতিরোধ্য।
ক্ষুদ্র এই জীবাণুতে
মরছে যে কত,
নিষ্ঠুর সে আগ্রাসন
চলে অবিরত।
দিনকে দিন বাড়ছে যে
ভয় আতঙ্ক,
কমবে কবে পৃথিবীতে
লাশের অংক।
থমকে গেছে সবকিছু
এ ধরার বুকে,
কষ্টময় দিন কাটে
নেই কেউ সুখে।