চড়া দামের স্বাধীনতা
আগুনরঙা সেই বিকেলবেলা রেসকোর্স থেকে
বিজয় মিছিল এসেছিল আমাদের পাড়া মহল্লায়
সাথে এসেছিল লাল সবুজের অই পতাকা
এবং আমাদের লালিত স্বাধীনতা।
আজকাল এখানে সমৃদ্ধির অঙ্ক কষে গার্হস্থ্যবিদ্যা
কেবল স্বজনহারা বুকে বিয়োগের যন্ত্রণা তুমুল
পদ্মা মেঘনার জলে ও স্থলে কেবলই রক্তের দাগ
প্রিয় হারা মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয় ঘূর্ণিবায়ু…
কারো দানে নয়,
চড়া দামেই কিনেছিলাম আমাদের স্বাধীনতা।