মায়ের ভালোবাসা

ছোট বেলায় স্কুলে গেলে মা চিন্তায় থাকতো
কখন খোকা ঘরে ফিরবে!
খোকার খিদে লাগে নিতো?
বাসায় এসে দেখতাম মা
খাবার নিয়ে হাজির
খেয়ে নে খোকা বলতে বলতে
মা অস্থির হয়ে যেত
আজ সেই খোকা বড় হয়েছি
তবুও কমেনি তার চিন্তা
এখনো বাহিরে যেতে দেখলেই বলে
খোকা কিছু খেয়ে যা
মা ভালবাসা দেখে
আমি হয়ে যাই নির্বাক
মাঝে মাঝে মনে হয়
মা আজীবন বেঁচে থাক।