Skip to content

বিদ্রোহী কবি নজরুল

বিদ্রোহী কবি নজরুল

প্রেয়সীর কাছে যার ছিল 
নরম কোমল হৃদয় 
যুদ্ধের মাঠে ছিল সে-ই   
সৈনিক অকুতোভয়। 

 

কলম হাতে গান কবিতা 
অস্ত্র হাতে ময়দানে 
প্রেয়সীর হৃদয় টানে কাছে 
শত্রু মারে জানে।

 

নরনারী ভেদ করে বিদূরিত   
ভেঙে দিতে বর্ণবাদ 
উঁচুনিচু প্রথা দূর করতে 
মিটিয়েছে শত বিভেদ। 

 

গেয়েছে সে যে সাম্যের গান 
লিখেছে কত কবিতা 
বিদ্রোহী কবি কাজী নজরুল 
হৃদয় ভরা রোমান্টিকতা।