কেমন করে
কেমন করে নীল আকাশে
উড়ছে পাখির দল,
কেমন করে মেলছে ডানা
পাচ্ছে কোথায় বল?
কেমন করে মাটির বুকে
বৃক্ষরা সব দাঁড়িয়ে,
কেমন করে দুলছে তারা
সবুজ কেশ নাড়িয়ে?
কেমন করে অথৈজলে
মাছেদের ওই বাস,
কেমন করে কাটছে সাঁতার
আনন্দে বারোমাস?
রুশো আরভি নয়ন প্রকাশ:
কেমন করে নীল আকাশে
উড়ছে পাখির দল,
কেমন করে মেলছে ডানা
পাচ্ছে কোথায় বল?
কেমন করে মাটির বুকে
বৃক্ষরা সব দাঁড়িয়ে,
কেমন করে দুলছে তারা
সবুজ কেশ নাড়িয়ে?
কেমন করে অথৈজলে
মাছেদের ওই বাস,
কেমন করে কাটছে সাঁতার
আনন্দে বারোমাস?