Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজের গল্প


বিশ্বাস লিখে যায় সভ্যতার ছল
তা থেকে খুঁজে নাও সততার বল।
সমাজে যত্তসব উল্টো কাজ আছে
কলমটা অবিরাম ছুটে তার পাছে।

তুহীন জেনে গেছে অনিষ্টের কারণ
কাব্যে শুনবে না অন্য কারো বারণ।
শেকলটাতে নেই ভয় জীবনটা স্বল্প
কলমটা লিখে যাবে সমাজের গল্প।

এসো তবে সবে মিলে সৎ পথে চলি
সহস্র বিপদ মাঝেও সত্যি কথা বলি।

টিটি / অনন্যা

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ