Skip to content

২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

কার্তিকের রূপ

কার্তিকে ধানের ছড়ায় দুধ আসে
ছোট বেলায় দুধ ধানের দুধ খেতে খেতে 
দুপায়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে হারিয়ে যেতাম
এ গ্রাম থেকে ও গ্রামে।

দুপাশে সবুজ ধানের ক্ষেত 
মাঝখানে আলপথ ধরে হেঁটে চলেছি
কখনও কুয়াশায় সিক্ত হয়েছে চরণ যুগল
মাটির সাথে সোঁদা গন্ধে মনকে 
ব্যাকুল করে দিতো।

ঘাসের উপর শিশির  বিন্দুগুলো
মুক্তোর মতো ঝক ঝক করে উঠতো
সূর্যাস্তের সময় সবুজ ধানের ক্ষেতগুলোকে
লাল আভায় রাঙিয়ে তুলতো।

চিরচেনা হেমন্তের রূপ, 
এই বাংলার গ্রাম ছাড়া কোথায় পাবে?
চলো শহর ছেড়ে একটু খানি দূরে
ঘুরে আসি গ্রামের আলপথ ধরে।