ভোর বিহানে

বারবার যেন আসি ফিরে
বাংলার মৃদু শীতে,
যেথায় ভোরের সূর্য নাচে
তার আপন সংগীতে!
শিশির ভেজা দূর্বাঘাসে
নগ্ন পায়ে হেঁটে,
ভোর বিহানে পাখির রবে
যেতো প্রহর কেটে।
অগ্রহায়ণের উৎসবে ফের
পড়ে যেতো সাড়া,
চকিত সেই প্রেমিকার ন্যায়
দৃষ্টি নজর কাড়া!
কুয়াশাতে চারিদিকে
চিরচেনা রূপটি,
খেজুর গাছের রসের হাঁড়ি
খেয়ে যেন চুপটি।