Skip to content

৪ঠা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

ঈদুল আজহা

ঈদুল আজহা এসেছে আবার
সকলের ঘরে ঘরে,
মনের খুশিতে সবে মিলেমিশে
কত আয়োজন করে।

ঈদ-মার্কেটে হয় কেনাকাটা
ভুলে গিয়ে বিদ্বেষ,
কুরবানি-হাটে গরু-ভেড়া-ছাগ
বেচাকেনা চলে বেশ।

ঈদের পরশে শিশুকিশোরের
পালায় চোখের ঘুম,
ফিরনি-সেমাই কোরমা-পোলাও
খাওয়ার চলে যে ধুম।

ঈদের ছুটিতে গাঁয়ের বাড়িতে
ছুটে যায় কেউ কেউ,
ঈদুল আজহা মনের সাগরে
দিয়েছে সুখের ঢেউ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ