তুমি আসবে বলে
কোনো এক শরৎ বিকেলে তুমি আসবে বলে
আমি আমাকে রাঙাই রামধনুর বাহারি রঙে;
পথের ধারে বুনেছি জুঁই চামেলি আর জবা
বরণ ডালা সাজিয়ে রেখেছি তোমার আগমনে।
দিনপঞ্জি এগিয়ে চলে নিয়মের খেয়ালে
ষড় ঋতুর চাকা ঘুরছে অপেক্ষার দেয়ালে;
তবুও কাঙ্ক্ষিত শরতের অবসান হয় না
জানালার গ্রিলের ফাঁকে আটকে থাকে চোখ।
হয়তো তুমি আসবে না আর কোনোদিন
হয়তো তোমার অন্য বসন্ত এসেছে স্বার্থ হাসিলে!
তবে মনে রেখো… তোমার নেশায় বুদ হওয়া
মেয়েটাও একদিন স্বাভাবিক হয়ে ফিরবে।