মা যে আমার
মা যে আমার ত্রিনয়নী
তিনি আমার সব,
তাঁর আশীষে শুদ্ধ হবো
মুখে তাঁহার যপ।
মা যে আমার মনের শক্তি
তিনি আমার ধ্যান,
তাঁর পথেরই পথিক হবো
গাইবো তাঁহার গান।
মা যে আমার জন্মদাত্রী
তিনি আমার কবি,
তাঁর আদেশে ধন্য হবো
আমার প্রিয় ছবি।
মা যে আমার নবরশ্মি
তিনি গ্রহ তারা,
তাঁর প্রিয় যে সন্তান হবো
হয়ে আত্মহারা।